মেহেরপুরে শিক্ষার মানোন্নয়ন, বাল্যবিবাহ রোধ ও মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে সদর উপজেলার চকশ্যামনগর মাধ্যমিক বিদ্যালয় আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ খায়রুল ইসলাম।
চকশ্যামনগর মাধ্যমিক বিদ্যালয়ের এর ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ জহিরুল ইসলাম তারেক এর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার আবদুর রাহীম, সদর মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুল ইসলাম, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান, সাংবাদিক মনিরুল ইসলাম, সদস্য শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে কয়েক’শ অভিভাবক, ছাত্র-ছাত্রী ও শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ খায়রুল ইসলাম বলেন, বাল্যবিবাহ শুধু একটি বেআইনি কাজই নয়, এটি আমাদের সন্তানদের শারীরিক, মানসিক ও শিক্ষাগত উন্নতির পথে বড় বাঁধা। অল্প বয়সে বিয়ে হলে মেয়েদের স্বাস্থ্যের ঝুঁকি বাড়ে। শিক্ষাজীবন থেমে যায়, স্বপ্ন থেমে যায়। ছেলে শিশুর ক্ষেত্রেও অল্প বয়সে সংসারের দায়িত্ব সামলানো কঠিন হয়ে যায়। জীবনে চাপ ও হতাশা আসে। আইন অনুযায়ী ছেলের বিয়ের ন্যূনতম বয়স ২১ বছর ও মেয়ের জন্য ১৮ বছর। আমরা অভিভাবক হিসেবে এই আইন মেনে চলব এবং অন্যদেরও মানতে উৎসাহিত করব।
তিনি বলেন, মাদক হলো নীরব ঘাতক। এটি শুধু একজন মানুষকে নয়, পুরো পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। মাদক শিক্ষার পথে বাধা সৃষ্টি করে চরিত্র নষ্ট করে, অপরাধ প্রবণতা বাড়ায়। সুস্থ জীবন থেকে দূরে সরিয়ে দেয়। আমাদের সন্তানদের সঠিক পথে রাখতে হলে পরিবারের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে হবে। তাদের সমস্যার কথা মন দিয়ে শুনতে হবে। অবসর সময়ে খেলাধুলা, সংস্কৃতি ও পড়াশোনায় উৎসাহিত করতে হবে। সন্দেহজনক বন্ধু বা পরিবেশ থেকে দূরে রাখতে হবে।