
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ঘুর্ণিঝড় ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (০৩ জুন) বেলা দেড়টায় উপজেলা প্রশাসন ভবনের সামনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আয়োজনে ঘুর্ণিঝড় ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান উপস্থিত থেকে উপজেলায় ঘুর্ণিঝড় ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮টি পরিবারের মাঝে ৮ বাণ্ডিল ঢেউটিন ও ৩ হাজার টাকা চেক বিতরণ করেন।
এসময় উপজেলা নবাগত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোসাঃ নাঈমা তাবাসসুম শাহ, উপজেলা পরিষদের সিএ মোঃ শামিম আলী, পিআইও অফিস সহকারী মোঃ শরিফুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর আলম, প্রেসক্লাবের সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ শরিফুল ইসলাম শরীফ ও সাধারণ সম্পাদক মোঃ শাহ্ কবিরসহ সুধীজনেরা উপস্থিত ছিলেন।
0Shares