খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবি এর অধীনস্থ যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্তে অভিযান পরিচালনা করে বিদেশি পিস্তল ১টি, ম্যাগাজিন ২টি ও গুলি ৫ রাউন্ড সহ আক্তারুল ইসলাম নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি সদস্যরা।
শনিবার (০৮ আগস্ট) রাত ১ টার দিকে বেনাপোলের পুটখালী ইউনিয়নের সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আক্তারুল ইসলাম বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আতিয়ার রহমান বাবুর ছেলে।
বিজিবি জানান, পুটখালী বিওপির একটি টহলদল সীমান্ত মেইন পিলার ১৭/০৭ এস এর ১৬২ আর পিলার হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পুটখালী উত্তর পাড়া নামক স্থান ১টি ইতালি তৈরি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি সহ মোঃ আক্তারুল ইসলামকে আটক করা হয়।
খুলনা ২১ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোঃ খুরশিদ আনোয়ার জানান, গতকাল রাত ১২ টার দিকে তারা অস্ত্র ও গুলি সহ আসামি আটক করে। পরবর্তীতে আসামিকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ কর হয়েছে।