বিএনপি নেতা ইলিয়াস আলীর সন্ধানে বিশ্বনাথে বিক্ষোভ মিছিল

২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানী থেকে গাড়িচালক আনসার আলীসহ নিখোঁজ হন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সাংসদ এম ইলিয়াস আলী। সেই সময় সিলেটের বিশ্বনাথে ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে টানা এক সপ্তাহ হরতাল পালিত হয়। হরতাল চলাকালে পুলিশের সংঘর্ষে ছাত্রদল ও যুবদলের তিন কর্মী নিহত হন।

নিখোঁজের পর থেকে বিএনপি অভিযোগ করছে তৎকালীন আওয়ামী সরকার তাকে ‘গুম’ করে রেখেছে। তবে গত বছরের ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর অনেকে বেরিয়ে আসলেও খোঁজ মেলেনি ইলিয়াস আলী’র।

বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নিখোঁজ এম ইলিয়াস আলীর সন্ধানে এবং তাহসিনা রুশদীর লুনার সমর্থনে বিশ্বনাথ উপজেলা ও পৌরসভা বিএনপি অঙ্গ ও সংগঠনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৯ আগস্ট) বিকেলে বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী ও পৌরসভা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হাই এর নেতৃত্বে বিশ্বনাথ পুরাণবাজার রামসুন্দর স্কুল সম্মুখ থেকে মিছিলটি শুরু হয়ে বিশ্বনাথ নতুন বাজার প্রবাসী চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।

এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী ও পৌরসভা বিএনপির সভাপতি আব্দুল হাই।

উপজেলার ৮ টি ইউনিয়ন ও পৌরসভার বিএনপি ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার দাবী জানান। এছাড়া বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ সকল নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার এর প্রতিবাদে বিক্ষোভ মিছিলে প্রতিবাদী স্লোগান দেন তারা। স্মরণকালের এই বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা সিলেট-২ আসনে তাহসিনা রুশদী লুনাকে বিএনপির মনোনয়ন দিয়ে দলের প্রার্থী হিসেবে ঘোষনা করার দাবী জানান।

এসময় লুনার পাশে থাকার স্লোগান দিয়ে বলেন, বিশ্বনাথে বিএনপির ঘাটিতে কোনো দালালের স্থান হবে না। দলের বহিস্কিৃতরা যাদের তাবেদারী করছেন তাদের প্রতিহত করা হবে।

মিছিলে অংশ নেন সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মঈনুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোনায়েম খান, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল জলিল সহ উপজেলা ও পৌরসভা  যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদল এবং ইউনিয়ন বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

0Shares