
বাগেরহাট সদর উপজেলার একটি ইউনিয়ন ভূমি অফিসে চাঁদা দাবির অভিযোগে তিন সাংবাদিককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০৭ আগস্ট) দুপুরে ঘটনাস্থল থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- দৈনিক রূপবানী’র স্টাফ রিপোর্টার মো. নাসির সরদার, সাপ্তাহিক তথ্যবাণী’র স্টাফ রিপোর্টার মো. মোস্তফা সিকদার রনি এবং এসটিভি বাংলা’র ক্রাইম রিপোর্টার মনিরুজ্জামান মনি।
জানা গেছে, আটকরা বিভিন্ন সময়ে ‘সাংবাদিক’ পরিচয় দিয়ে ভূমি অফিসের কর্মকর্তাদের কাছ থেকে চাঁদা দাবি করেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস.এম. নুরুন্নবী স্থানীয়দের সহযোগিতায় তিনজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদ উল হাসান জানান, ভূমি অফিসে চাঁদা দাবির অভিযোগে তিনজনকে থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সহকারী কমিশনার (ভূমি) এস.এম. নুরুন্নবী বলেন, ভুয়া পরিচয়ে সাংবাদিকতার নামে অপকর্মকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে। অবশ্য, প্রকৃত সাংবাদিকদের এব্যাপারে সজাগ থাকতে হবে।