পেকুয়ায় বনবিভাগের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ

কক্সবাজারের পেকুয়ায় অভিযান পরিচালনা করে এক একর জায়গা দখল করে নির্মিত পাকা স্থাপনা উচ্ছেদ করেছে বনবিভাগ।

রবিবার (১৩ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার টৈটং ইউনিয়নের ডালার মুখ এলাকায় বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা খালেকুজ্জামানের নেতৃত্বে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ টিম সহযোগী হিসেবে এ অভিযান পরিচালনা করেন।

উপজেলার টৈটং সৌনাইছড়ি মৌজার সংরক্ষিত বনের (আর এস দাগ নং-৩১১, বিএস দাগ নং-৭০০১) বারবাকিয়া বিটের অধীনে এক একর জায়গা দখল করে পাকা স্থাপনা নির্মাণ করেন হেলাল উদ্দিন নামের এক সৌদি প্রবাসী।

বিষয়টি বনবিভাগ জানতে পারলে ফরেস্ট আইনে একটি মামলা দায়ের করেন হেলাল উদ্দিনের বিরুদ্ধে। পরে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেট আনোয়ারুল কবিরের আদালত বিষয়টি আমলে নিয়ে পাঁচ কার্যদিবসের মধ্যে ওই অবৈধ স্থাপনা উচ্ছেদ করার আদেশ দেন।

ওই আদেশের ভিত্তিতে আজ রবিবার বনবিভাগ এবং যৌথ বাহিনীর উদ্যোগে পরিচালিত অভিযানে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা খালেকুজ্জামান বলেন, বারবাকিয়া বিটের অধীনে এক একর জায়গা দখল করে পাকা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

0Shares