
ঠাকুরগাঁও পীরগঞ্জে উপজেলা আনসার ও ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপন অভিযান-২০২৫ এর কর্মসূচী পালন করা হয়েছে।
রবিবার (১০ আগস্ট) সকালে সারাদেশের ন্যায় পীরগঞ্জ উপজেলা আনসার ভিডিপি কার্যালয় কর্তৃক উপজেলা কার্যালয়ের সামনে বিভিন্ন ফলজ, ঔষধী ও বনজ চারা রোপন করা হয়।
কর্মসূচী উদ্বোধন করেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রকিবুল হাসান। এসময় আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ শাহানারা বেগম, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ শফি মাহমুদ সৈকত, প্রশিক্ষিকা রেখা রানী ও উপজেলা আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক ম্যানেজার উৎপল কুমার মোহন্ত উপস্থিত ছিলেন।
এ উপলক্ষে উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রকিবুল হাসান তার বক্তব্যে বলেন, আসুন সকলে দেশের পরিবেশ রক্ষার্থে ও বিশুদ্ধ অক্সিজেনের জন্য বাড়ির আঙ্গিনায় বৃক্ষ রোপন করি। গাছ মানুষের পরম বন্ধু।
কর্মসূচীতে আনসার ও কমান্ডার, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আনসার ও ভিডিপি কমান্ডার সহ আনসার ও ভিডিপি’র দলনেতা ও দলনেত্রীবৃন্দ অংশ নেন।