
নাটোর প্রেসক্লাবের চার যুগ পূর্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে।
এই উপলক্ষে শনিবার (০৫ জুলাই) বেলা ১১ টার দিকে নাটোর প্রেসক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। শেষে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা ও কেক কাটা হয়।
এতে প্রেসক্লাবের সভাপতি ফরাজী আহমেদ রফিক বাবন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী আফতাব আহমেদ সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক মেয়র কাজী শাহ আলম, ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি নাসিম উদ্দিন নাসিম ইউনিক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ প্রমূখ।
আলোচনা সভার শেষে চার যুগ পূর্তি উপলক্ষে কেক কাটা হয়।
আলোচনায় বক্তারা নাটোর প্রেসক্লাবের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরে বক্তব্য রাখেন।
সাবেক সভাপতি রনেন রায় প্রেসক্লাব প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালনকারীদের স্মরণ করে বর্তমানে কর্মরত সাংবাদিকদের নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান।
প্রধান অতিথি অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু নাটোরের বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের প্রশংসা করে বলেন, নাটোরের সাংবাদিকদের কারণেই আজকে আমি এই পর্যায়ে আসতে পেরেছি। এ সময় তিনি নাটোরের তিনটি প্রেসক্লাব একীভূত হলে সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন সুবিধাদি সমৃদ্ধ বড় কমপ্লেক্স নির্মাণ করে দেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।