নাটোরে জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের ‘মার্চ ফর জাস্টিস’ পদযাত্রা

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোরে জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের মার্চ ফর জাস্টিস উপলক্ষ্যে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১০ টার দিকে বাংলাদেশ  জাতীয়তাবাদী আইনজীবি নাটোর জেলা ইউনিট এর আয়োজনে জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের সামনে থেকে পদযাত্রা বের করা হয়।

পদযাত্রাটি আদালত চত্তর প্রদক্ষিন করে নতুন ভবনের সামনে এসে শেষ হয় । পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়৷

সমাবেশে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা ও দায়রা জজ এর পিপি রুহুল আমিন তালুকদার টগর, সাধারন সম্পাদক  শরিফুল হক মুক্তা, সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর, জেলা বিএনপির সদস্য ও  এ্যাডভোকেট আইনুন নাহার, যুগ্ন সাধারন সম্পাদক শহীদ মাহামুদ মিঠু, বিএনপি নেতা এ্যাডভোকেট শাখাওয়াত হোসেন সহ আইনজীবী নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, ভবিষ্যতে কোন দল যেন বিচার ব্যবস্থার গণতন্ত্রকে আয়না ঘরে আবদ্ধ করতে না পারে সে জন্য আজকের এই মার্চ ফর জাস্টিস পদযাত্রা পালন করা হয়।

0Shares