
টাঙ্গাইলের মধুপুরে সড়ক দুর্ঘটনায় নিহত সিএনজি চালক হেলাল উদ্দিনের পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে ধনবাড়ী অটোটেম্পো ও সিএনজি শ্রমিক ইউনিয়ন।
বৃহস্পতিবার (১০জুলাই) বিকেলে টাঙ্গাইল জেলা অটোটেম্পো ও সিএনজি শ্রমিক ইউনিয়নের ধনবাড়ী উপজেলা শাখা কার্যালয়ে এ অর্থ প্রদান করা হয়।
নিহত সিএনজি চালক হেলাল উদ্দিনের স্ত্রী ছানোয়ারা বেগমের হাতে দশ হাজার টাকা নগদ অর্থ তুলে দেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহীন মাহমুদ।
এসময় ধনবাড়ী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, অটোরিক্সা, অটোটেম্পো ও সিএনজি শ্রমিক ইউনিয়ন ধনবাড়ী শাখা’র সভাপতি আব্দুল মালেক ও সাধারণ সম্পাদক কছর আলী, কোষাধক্ষ রঞ্জু মিয়া, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, মাস্টার মোজাম্মেল হক, সোহেল রানা, সিহাব আলীসহ শ্রমিক নেতৃবৃন্দ ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত শনিবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে কাইতকাই এলাকার রুপালী ফিলিং স্টেশনের সামনে ট্রাক চাপায় সিএনজি চালক হেলাল উদ্দিন মারা যায়।