সংযুক্ত আরব আমিরাতের (দুবাই) আজমান এলাকায় সহকর্মীদের অগোচরে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে মোহাম্মদ আলমগীর (৩০) নামের এক যুবক।
তিনি কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের টোডাপাড়া এলাকার বেলাল উদ্দিনের ছেলে।
বুধবার (০৬ আগস্ট) বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টায় দুবাইয়ের একটি বাড়ির পরিত্যক্ত জায়গায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন মোহাম্মদ আলমগীর।
বৃহস্পতিবার পরিবারের বরাত দিয়ে আলমগীরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়ার কৈয়ারবিল ইউপি চেয়ারম্যান মক্কী ইকবাল হোসেন।
স্থানীয় এলাকাবাসী সুত্রে জানা যায়, দীর্ঘ তিনবছর ধরে আলমগীর দুবাইয়ের আজমান এলাকায় দর্জির কাজ করে জীবিকা নির্বাহ করতেন। দেশে পরিবারের জন্য নিয়মিত টাকা পয়সা পাঠাতেন বলেও শুনতাম। কিন্তু বুধবার (০৬ আগস্ট) বাংলাদেশ সময় সকাল সাড়ে এগারোটার দিকে আজমান এলাকার একটি বাসাবাড়ির পরিত্যক্ত একটি জায়গায় গলায় রশি দিয়ে আত্মহত্যা করে আলমগীর।
এলাকাবাসী ধারণা করছেন, পারিবারিক কলহের জেরে মানসিকভাবে বির্পযস্ত হয়ে আলমগীর একপর্যায়ে আত্মহত্যার পথ বেঁচে নেয়।