বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে সাতকানিয়া লোহাগাড়া নিয়ে অতীতের ন্যায় বিভিন্ন ষড়যন্ত্র হতে পারে। আল্লাহর উপর তাওয়াক্কুল করে সমস্ত ষড়যন্ত্র ডিঙিয়ে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হবে। এজন্য তৃনমূল পর্যায়ে গণসংযোগ অব্যাহত রাখতে হবে। নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে, এতে কোন সংশয় নেই। ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের সকল কর্মীদেরকে নির্বাচনের জন্য মাঠে ঝাপিয়ে পড়তে হবে।
রবিবার (০৬ জুলাই) সন্ধ্যা ৭.১৫ টায় চট্টগ্রাম-১৫ আসন কমিটির উদ্যোগে সংসদীয় আসনের উপজেলা (নির্বাচন) কমিটির সদস্যদের নিয়ে অনুষ্ঠিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম-১৫ আসন পরিচালক ও চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ সাতকানিয়া লোহাগাড়া সংসদীয় আসনের জামায়াতের মনোনীত প্রার্থী ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম অঞ্চল টীম সদস্য অধ্যাপক জাফর সাদেক, জেলা নায়েবে আমীর অধ্যাপক মুহাম্মদ নুরুল্লাহ, নায়েবে আমীর ও আসন কমিটির সচিব ড. হেলাল উদ্দীন মুহাম্মদ নোমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মাওলানা নুরুল হোসাইন, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা কামাল উদ্দীন, নুরুল হক, মাওলানা আবুল ফয়েজ, আরিফুর রশীদ, লোহাগাড়া উপজেলা আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, সাতকানিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামাল উদ্দীন, সাতকানিয়া পৌরসভার আমীর অধ্যক্ষ হামিদ উদ্দীন আজাদ, লোহাগাড়া উপজেলা সেক্রেটারি মাওলানা আবুল কালাম, সাতকানিয়া উপজেলা সেক্রেটারী মুহাম্মদ তারেক হোছাঈন সহ উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দ প্রমুখ।
প্রধান অতিথি বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ও আহত-পঙ্গু ভাইদের ত্যাগের বিনিময়ে ভোটের অধিকার ফিরে পেয়েছি। নতুনভাবে আর কোন ফ্যাসিবাদ কায়েম হতে না পারে সেজন্য অংশীদারিত্ব প্রতিনিধি বা পিআর পদ্ধতিতে নির্বাচন দেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানাচ্ছি।
চট্টগ্রাম-১৫ সাতকানিয়া লোহাগাড়া সংসদীয় আসনের জামায়াতের মনোনীত প্রার্থী ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, হাজারো রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আমাদের রক্ষা করতে হবে। কোন দেশবিরোধী ষড়যন্ত্র যেন দেশের ভবিষ্যত নিয়ে ছিনিমিনি খেলতে না পারে সেজন্য আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।