
দেশব্যাপী অব্যাহত চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম এবং ঢাকায় নৃশংস হত্যাকান্ডের দ্রুততম বিচারের দাবীতে বরিশালের গৌরনদীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
শনিবার (১২ জুলাই) বিকেলে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বৈষম্যবিরোধী ছাত্রনেতা মোর্শেদ হাসানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের উপজেলা শাখার আহবায়ক সোলায়মান তুহিন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল আমিন মোল্লা, গৌরনদী সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি তানভির হাসান তানিম, ছাত্র শিবিরের কলেজ শাখার সভাপতি মোশারফ হোসেন, পৌর আহবায়ক মুমিন হোসেন, বৈষম্যবিরোধী ছাত্রনেতা মিনহাজুল ইসলাম, সিফাত হোসেন, রাব্বি সিকদার প্রমূখ।
এসময় বক্তারা ঢাকায় নৃশংস হত্যাকান্ডের শিকার ব্যবসায়ীর খুনিদের দ্রুততম সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তির দাবী জানান।