ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় প্রথম প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।
বৃহস্পতিবার (০৭ আগস্ট) বিকেলে ডাকসু ভবনের সামনে সংবাদ সম্মেলনে সম্ভাব্য ৩১টি পদে প্যানেল ঘোষণা করেন সংগঠনটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মাহবুবুর রহমান নাহিয়ান।
এসময় তিনি বলেন, নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে লড়বেন সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ইয়াসিন আরাফাত এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে লড়বেন খায়রুল আহসান মারজান। আর সহসম্পাদক (এজিএস) পদে লড়বেন সাইফ মোহাম্মদ আলাউদ্দিন।
প্যানেলে অন্যদের মধ্যে রয়েছেন, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী আবু বকর, ইসলামিক স্টাডিজ বিভাগের মোহাম্মদ আলী, একই বিভাগের আ. রহমান মাহফুজ, ওমর ফারুক, ইকরামুল কবির, আরিয়ান মাহমুদ রাসেল, আব্দুর রহমান মাহফুজ, আব্দুর রহিম, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিংয়ের প্লাবন আহমেদ, প্রাণ রসায়ন ও অণুজীববিজ্ঞানের জুরাইয়া আক্তার, ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের ইলিয়াস তালুকদার, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মুঈনুল ইসলাম, ইসমাইল হোসাইন, সমাজবিজ্ঞান বিভাগের ইয়াসিন আরাফাত, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্সের ইমরান হোসাইন, ইতিহাস বিভাগের সাব্বির আহমেদ, ফিন্যান্স বিভাগের মানসুরুল হক শান্ত, ভাষাবিজ্ঞান বিভাগের মোছা. হাবিবা, আইন বিভাগের শাহরিয়ার জাবির, আরবি বিভাগের আফজাল হোসাইন সিয়াম, নূরুল জান্নাত মান্না, রেজাউল করিম, অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ বিভাগের মোহাম্মদ রিয়াদ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এরফান মোহাম্মদ এবং প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন স্টাডিজ বিভাগের জাকিয়া মুন।
সংবাদ সম্মেলনে সংগঠনের ঢাবি শাখার সাবেক সভাপতি আবু বকর বলেন, ‘প্রতিটি শিক্ষার্থীর মাথাপিছু ব্যয়কে স্বচ্ছতার সঙ্গে কাজে লাগানো এবং সব ছাত্রসংগঠনের সহাবস্থান ও গঠনমূলক ছাত্ররাজনীতি প্রতিষ্ঠা করাসহ সবাইকে সঙ্গে নিয়ে একটি গণমুখী ক্যাম্পাস গড়ে তুলতে প্রশাসনকে বাধ্য করার প্রতিশ্রুতি দিচ্ছি।’
প্রসঙ্গত, ডাকসুর ঘোষিত তফসিল অনুযায়ী ভোটার তালিকা আপত্তি যাচাই-বাছাই শেষে ১১ আগস্ট বিকেল ৪টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর ১২ আগস্ট থেকে ডাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হবে। চলবে ১৮ আগস্ট পর্যন্ত। ২১ আগস্ট প্রাথমিক প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। চার দিনের মধ্যে প্রার্থিতা প্রত্যাহার শেষে ২৬ আগস্ট প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।