চীন সফরে যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিক

চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে চীন সফরে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। দলের আমীর ডা. শফিকুর রহমানের নেতৃত্বে এই সফর অনুষ্ঠিত হচ্ছে। ৯ সদস্যের এই প্রতিনিধি দলে থাকছেন জামায়াতের শীর্ষ পর্যায়ের নেতারা।

আগামী ১১ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত এ সফর চলবে। জামায়াতের আমির ডা. শফিকুর রহমান নিজেই প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

সফর উপলক্ষে মঙ্গলবার (০৮ জুলাই) সন্ধ্যায় ঢাকায় চীনা দূতাবাস একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং জামায়াত আমির ডা. শফিকুর রহমান বক্তব্য রাখেন। পরে দূতাবাসের ফেসবুক পেজে অনুষ্ঠানের ছবি ও বিবরণ প্রকাশ করা হয়।

এর আগে, গত মাসে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল চীন সফর করে। সেটিও ছিল চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে।

উল্লেখ্য, এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদলও চীন সফর করেছে। বিশ্লেষকরা মনে করছেন, বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে চীনের এমন কূটনৈতিক তৎপরতা তাৎপর্যপূর্ণ।

0Shares