চন্দনাইশ উপজেলা জামায়াতের শোকরানা ও দোয়া মাহফিল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর আনোয়ারুল আলম চৌধুরী বলেছেন, ইসলাম ছাড়া মানুষের শান্তি কামনা অসম্ভব। দুনিয়ার সব মতবাদ মানুষের কাছে সাময়িকের জন্য কল্যাণকর মনে হলেও পরিপূর্ণ শান্তি দিতে পারেনি। কিন্তু কালজয়ী মতবাদ ইসলামকে পরিপূর্ণ অনুসরণের মধ্যেই দুনিয়া ও আখিরাতের কল্যাণ নিহিত।

তিনি বলেন, বাতিল শক্তি ইসলামের ভয়ে ভীত হয়ে ইসলামকে দমিয়ে রাখতে চেয়েছিল। সেজন্য তারা জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে মানুষ থেকে দূরে রাখতে চেয়েছে। হেফাজতে ইসলামীর সমাবেশে রাতের অন্ধকারে বিভৎস হত্যাযজ্ঞ চালিয়ে শাপলা চত্বর থেকে উৎখাত করেছিল। কিন্তু ইসলামী বিরোধী এই ফ্যসিস্ট সরকারকে জনগণ দেশ থেকে উৎখাত করে করেছে। দেশের সর্বোচ্চ আদালত জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দিয়েছে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামীনের শোকরিয়া আদায় করছি। দেশে শান্তি আনতে ইসলামকে ক্ষমতায় আনার বিকল্প নেই। আগামীর বাংলাদেশে মজলুম মানবতার মুক্তির জন্য ইসলামের বিজয় অপরিহার্য।

রবিবার (০১ জুন) জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরে পাওয়ায় চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা জামায়াতের উদ্যোগে শোকরানা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চন্দনাইশ উপজেলা আমীর মাওলানা কুতুব উদ্দীনের সভাপতিত্বে উপজেলা প্রচার সেক্রেটারী কায়দা আজমের সঞ্চালনায় দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন চন্দনাইশ পৌরসভা আমীর কাজী মাওলানা কুতুব উদ্দিন, সাতবাড়িয়া ইউনিয়ন সভাপতি শফিকুর রহমান, রিদওয়ানুর রহমান, শ্রমিক নেতা কলিমুল্লাহ, ব্যবসায়ী নেতা মাওলানা আব্দুস সবুর, হাফেজ আলম, সাবেক ছাত্রনেতা শাহজাহান এম নাছির উদ্দিন, মাওলানা আব্দুল লতিফ প্রমুখ

এসময় জেলা-উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন।

0Shares