চট্রগ্রামে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল গ্লোবাল টিভি'র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) বিকালে চট্টগ্রাম ব্যুরোতে কেক কাটা ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
গ্লোবাল টেলিভিশনের চট্রগ্রাম ব্যুরো প্রধান গোলাম মাওলা মুরাদ এর সভাপতিত্বে ও মোহাম্মদ আলী রাশেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের সমাজকর্মী, গণমাধ্যম ব্যক্তিত্ব ছাড়াও উপস্থিত ছিলেন চট্রগ্রামে কর্মরত গ্লোব ফার্মা লিমিটেড এর পদস্থ কর্মকর্তাগণ ও গ্লোবাল টেলিভিশনে কর্মরত চট্রগ্রামের উপজেলা প্রতিনিধিগণ।
বক্তারা বলেন, সাংবাদিকতা পেশা শুধু তথ্য পরিবেশনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি সমাজ পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। গ্লোবাল টিভি তার প্রতিষ্ঠার পর থেকে গণমানুষের কথা তুলে ধরে সত্যনিষ্ঠ সাংবাদিকতার পরিচয় দিয়ে চলেছে।
অনুষ্ঠানে গ্লোবাল টিভির চট্টগ্রাম অফিসের মোহাম্মদ রকিব, টিটন এবং উপজেলা প্রতিনিধি এম এ হামিদ, এরশাদ আলম, মিজানুর রহমান রুবেল, রিয়াজ উদ্দিন মাসুম, নাজিম উদ্দিন রানা ,সোহাগ সহ অনেকে উপস্থিত ছিলেন।