
চট্টগ্রামে হাইকোর্ট বেঞ্চ বাস্তবায়ন পরিষদ’র উদ্যোগে প্রধান সমূদ্র বন্দর, বাণিজ্যিক রাজধানীখ্যাত চট্টগ্রামসহ দেশের বিভাগীয় শহরে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠার সিদ্ধান্তে সরকার এবং রাজনৈতিক দলসমূহের ঐক্যমতকে স্বাগত জানিয়ে ষ্টেকহোল্ডারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ জুলাই) বিকাল ৩ টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট এএসএম বদরুল আনোয়ারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
পরিষদের সদস্য সচিব অ্যাডভোকেট কাশেম কামালের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব মো. জাহিদুল করিম কচি, হাইকোর্ট বেঞ্চ বাস্তবায়ন পরিষদ চট্টগ্রামের চীফ কো- অর্ডিনেটর বদরুল হুদা মামুন, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এএম মাহবুব চৌধুরী, এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের সভাপতি প্রকৌশলী সেলিম মো. জানে আলম, খাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের সহকারী নির্বাচন কমিশনার কা. ম. বখতিয়ার, কবি অভীক ওসমান, বাংলাদেশ হিউম্যান রাইটস এর মহাসচিব জিয়া হাবীব আহাসান, চট্টগ্রাম জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী, বিজিএমই’র পরিচালক এম সাইফ উল্লাহ মনসুর, পরিষদের সদস্য অ্যাডভোকেট মো. বদুরুল রিয়াজ, অ্যাডভোকেট নাজমুল হাসান সিদ্দিকী, রিহ্যাব সদস্য আবদুল গাফ্ফার মিয়াজী, সিএমইউজে সেক্রেটারী সালেহ নোমান, দৈনিক কালের কণ্ঠের ব্যুরো চীফ মুস্তফা নঈম, নিউজগার্ডেন সম্পাদক কামরুল হুদা, স্টক এক্সেচেঞ্জ ব্যবসায়ী এমএ কাদের, চট্টগ্রাম সোস্যাল বিজেনেস সেন্টারের শেয়ার হোল্ডার মো. আবদুল বাতেন, এসডিজি ইয়ুথ ফোরাম সভাপতি নোমান উল্লাহ বাহার, সাংবাদিক জাহাঙ্গীর আলম।
সভায় এএসএম বদরুল আনোয়ার বলেন, ‘বাংলাদেশের মানচিত্রে দক্ষিণ পূর্বে অবস্থিত চট্টগ্রাম হাজার বছরের ইতিহাসের সাক্ষী। ২০০৩ সালে ৬ জানুয়ারি বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী হিসাবে ঘোষিত হয় চট্টগ্রাম। ইতিহাসের প্রেক্ষাপট বিবেচনায় ব্রিটিশ বিরোধী আন্দোলন, পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলন হতে শুরু করে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পেছনে চট্টগ্রামের জনগণের অবদান অনস্বীকার্য।’
তিনি বলেন, ‘চট্টগ্রামবাসী ও বিচার প্রার্থী জনগণের প্রাণের দাবী চট্টগ্রামে হাইকোর্ট বেঞ্চ। চট্টগ্রাম বাসীর এই প্রাণের যৌক্তিক দাবীর সাথে ‘হাইকোর্ট বেঞ্চ বাস্তবায়ন পরিষদ চট্টগ্রাম’ একাত্বতা ঘোষণা করছে। কারণ- হাইকোর্টের স্থায়ী বেঞ্চ চট্টগ্রামবাসীর আইনতগত ন্যায্য ও যৌক্তিক দাবি। ওই দাবি বাস্তবসম্মত, আবশ্যিক ও ন্যায়ত সঠিক, যথার্থ ও আইন সঙ্গত।’