চট্টগ্রামে জাতীয় সাংস্কৃতিক মঞ্চ’র দেশি ফল উৎসব

চট্টগ্রামে জাতীয় সাংস্কৃতিক মঞ্চ চট্টগ্রাম এর আয়োজনে দেশি ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ জুলাই) বিকাল ৫ টায় নগরীর চেরাগি পাহাড়স্থ লুসাই ভবনের লুসাই হলে সেভেন রিং সিমেন্ট এর নির্বাহী অফিসার মোহাম্মদ এয়াকুবের সহযোগিতায় এ উৎসব অনুষ্ঠিত হয়।

উৎসবে সভাপতিত্ব করেন জাতীয় সাংস্কৃতিক মঞ্চ’র সভাপতি সাংবাদিক কামরুল হুদা।

জাতীয় সাংস্কৃতিক মঞ্চ’র সাধারণ সম্পাদক গীতিকার নজরুল ইসলামের সঞ্চালনায় ফল উৎসবে আলোচনায় অংশ নেন বাংলাদেশ ব্যাংকের সাবেক যুগ্ম পরিচালক বীর মুক্তিযোদ্ধা ফজল আহমদ, ধর্ম মন্ত্রণালয়ের হিন্দু ধর্ম কল্যাণ ট্রাস্টি বোর্ডের সদস্য দীপক কুমার পালিত, জাতীয় কবিতা মঞ্চের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার অফিসের সহকারী প্রশাসনিক কর্মকর্তা কবি এম এ হাশেম আকাশ, বাংলাদেশ টেলিভিশন ও বেতারের সংগীত পরিচালক এবং সুরকার দীলিপ ভারতী, জাসাস চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক জসিম উদ্দিন চৌধুরী, আঞ্চলিক গানের রানী খ্যাত গীতা আচার্য্য, সংগীত শিল্পী ফরিদুল ইসলাম, নাট্যকার ও অভিনেতা রতন চক্রবর্ত্তী, সংগীত শিল্পী সুকুমার দে, বেতার ও টিভি শিল্পী চন্দনা চক্রবর্ত্তী, পাপড়ী বৈরাগী, বেবি মজুমদার নুপুর, এস কে মানিক, জুয়েল দ্বীপ, রুপনা দাশ, সাংস্কৃতিক কর্মী মোস্তাফা কামাল, ছরওয়ার কামাল, শ্রাবন্তী শুক্লা, শামশুল ইসলাম সিহাব, বাউল মাজহারুল ইসলাম, কবি ও আবৃত্তিকার সুমন দত্ত, যন্ত্র শিল্পী শ্যামল দত্ত ও টিটু ঘোষ, সংগীত শিল্পী সুকুমার দে, ইমন আচায্য, কবি জহিরুল ইসলাম জহির, সাংস্কৃতিক কর্মী হাসান মুরাদ প্রমুখ।

বক্তারা বলেন, জাতীয় সাংস্কৃতিক মঞ্চ চট্টগ্রামের শিল্পীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। অন‌্য কোন সংগঠন শিল্পীদের কল্যাণের কথা চিন্তা করে না। জাতীয় সাংস্কৃতিক মঞ্চ অসহায় শিল্পীদের জন্য সংগঠনের পক্ষ থেকে ফান্ড সৃষ্টি করে গরীব অসহায় শিল্পীদের বিপদে পাশে থাকার ঘোষণা দেন।

0Shares