চকরিয়ায় পুলিশ সদস‌্যের স্ত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার

কক্সবাজারের চকরিয়ায় চুরি করতে গিয়ে পুলিশ সদস‌্যের স্ত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মো. আবুল কালাম প্রকাশ পারভেজকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৭ জুলাই) পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আবুল কালাম চকরিয়া পৌরসভার ৬ নস্বর ওয়ার্ড মগবাজার খামার পাড়ার মেহের আলীর ছেলে। সে বর্তমানে লামার ইয়াংছা এলাকায় ভাড়া বাসায় থাকে।

জানা যায়, গত বুধবার অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলায় কয়েকজন আসামির সাথে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে তার মোবাইল কল লিস্ট ধরে এবং ভিকটিম ছবি দেখে আবুল কালাম পারভেজ নামে আরও একজনকে গ্রেফতার করা হয়। ধর্ষণ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে বলেও পুলিশ জানায়। তার বিরুদ্ধে ডাকাতি, পুলিশ এসল্ট, চুরিসহ একাধিক মামলা রয়েছে। এসব মামলার কারণে গ্রেফতার এড়াতে একাধিক বিয়ে ও ভিন্ন ভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতো।

প্রসঙ্গত, চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে দুই সন্তানকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন এক পুলিশ সদস‌্যের স্ত্রী। স্বামী চাকুরির সুবাধে কক্সবাজারে ছিলেন। গত সোমবার (১৫ জুলাই) দিবাগত রাত ৩ টার দিকে ওই বাসার জানালা দিয়ে বাঁশ ঢুকিয়ে দরজার হুক খুলে মুখোশ পড়া এক ব্যক্তি। পরে দরজা দিয়ে ঢুকে ছুরির ভয় দেখিয়ে পুলিশ সদস‌্যের স্ত্রীকে ধর্ষণ করে। পরে ভিকটিমের মোবাইল ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায় সে। এ ঘটনায় ভিকটিমের স্বামী বাদী হয়ে চকরিয়া থানায় মামলা দায়ের করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ধর্ষণে অভিযুক্তকে শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

0Shares