
টাঙ্গাইলের ঘাটাইলে অটোরিকশা-মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে সৌরভ (৩২) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
সোমবার (০৭ জুলাই) সন্ধ্যা ৭টায় টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের ঘাটাইল উপজেলার আঠারদানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সৌরভ উপজেলার দিগর ইউনিয়নের মানাজী গ্রামের ঠান্ডু মিয়ার ছেলে।
জানা গেছে, সোমবার সন্ধ্যায় সৌরভ মোটরসাইকেল নিয়ে হামিদপুর যাওয়ার পথে আঠারদানা এলাকায় একটি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষে হয়। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিহাতি উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, এঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ আসেনি।
0Shares