খাগড়াছড়িতে `মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালিত

সারা দেশের মত পার্বত্য জেলা খাগড়াছড়িতে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানবাধিকার রক্ষার দাবিতে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করেছে খাগড়াছড়ি জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

বৃহস্পতিবার (জুলাই) সকালে খাগড়াছড়ি আইনজীবী সমিতি থেকে একটি পদযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে প্রেসক্লাবের সামনে এসে প্রতিবাদ সমাবেশ করা হয়।

‘মার্চ ফর জাস্টিস’ এ এডভোকেট রিপল চাকমার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা সাধারণ সম্পাদক এম এন আফছার।

এসময় বক্তারা হাসিনা সরকারের আমলে বিভিন্ন ভাবে আইনজীবী, দলীয় কিংবা ছাত্র-জনতা সবার উপর মব জাস্টিস  চালিয়ে নির্যাতন করেছে বলে অভিযোগ করেন। ২০২৪ সালে ৩১ জুলাই তৎকালীন সরকারের হত্যা, মামলা, হামলা, গুমের প্রতিবাদ ও  কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে রূপ নেয় আজকের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন।

বক্তাগণ বলেন, ন্যায়বিচারের জন্য জনগণের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে, যাতে শাসক বা ক্ষমতাবান কেউই আইনের ঊর্ধ্বে থাকতে না পারে। কারণ ন্যায়বিচার ছাড়া কোনো রাষ্ট্র টেকসই উন্নয়নের পথে এগোতে পারে না।

বক্তব‌্য রাখেন, জেলা বার এসোসিয়েশন এর সভাপতি এড. আব্দুল মালেক মিন্টু, জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আব্দুর, জেলা বার এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক বেদারুল ইসলাম।

এছাড়াও সমাবেশে আইনজীবী ফোরামের সদস্য ছাড়াও জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল, মহিলা দল, জিয়া পরিষদ, পৌর বিএনপি, উপজেলা বিএনপি ও ন্যায় বিচার বঞ্চিত সাধারণ জনগন উপস্থিত ছিলেন।

0Shares