কোন ষড়যন্ত্র, মন্তব্য ও অপরাজনীতি জাতীয় ঐক্যকে প্রশ্নবিদ্ধ করতে পারবেনা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী বলেছেন, পতিত সরকার দিল্লী বসে একের পর এক ষড়যন্ত্র করছে। অন্তবর্তীকালীন সরকারকে বিভিন্ন পন্থায় বেকায়দায় ফেলার চক্রান্ত করছে। জাতীয় ঐক্য নস‌্যাতে বিভিন্ন প্রপাগান্ডা চালানো হচ্ছে। কোন প্রকার ষড়যন্ত্র, মন্তব্য ও অপরাজনীতি জাতীয় ঐক্যকে প্রশ্নবিদ্ধ করতে পারবেনা।

শনিবার (২৫ জানুয়ারী) বিকেলে সাতকানিয়া উপজেলার আমিলাইশ ইউনিয়ন জামায়াতের উদ্যোগে একটি কমিউনিটি হলে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইউনিয়ন সভাপতি মুহাম্মদ মোজাম্মেল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা আমীর মাওলানা কামাল উদ্দিন, নায়েবে আমীর মাস্টার আব্দুস সোবহান, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আবু তাহের।

প্রধান অতিথি আরও বলেন, আমাদের কর্মীদের সজাগ থাকতে হবে, দোসররা যাতে কোন অপতৎপরতা চালাতে না পারে। সমাজের দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করতে হবে, প্রয়োজনে প্রশাসনের সহযোগিতা নিবেন। তবুও আইনকে নিজের হাতে ব্যবহার করবেন না।

সম্মেলনে আরো উপস্থিত ছিলেন শিবিরের সাবেক জেলা সভাপতি আয়ুব আলী, সাবেক ইউনিয়ন সভাপতি মাওলানা আবুল হাশেম, বিশিষ্ট সমাজ সেবক ও সাবেক ছাত্রনেতা এস এম কামরুজ্জামান ও আলহাজ্ব  আব্দুর রহিমসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

0Shares