
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় বাসচাপায় অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১৪ জুলাই) সকালে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কের উপজেলার পান্নাউল্লাহচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জেলার ভৈরব উপজেলার বাঁশগাড়ি গ্রামের জালাল মিয়ার ছেলে জুয়েল মিয়া এবং একই উপজেলার শম্ভুপুর এলাকার হোসেন আলীর ছেলে কাইয়ুম মিয়া।
ভৈরব হাইওয়ে থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১৪ জুলাই) সকালে উপজেলার গজারিয়া ইউনিয়নের বাঁশগাড়ি এলাকা থেকে ব্যাটারিচালিত একটি অটোরিকশায় করে কাজে যাচ্ছিলেন নির্মাণ শ্রমিক জুয়েলসহ আরও দুইজন। এসময় পান্নাউল্লাহচর এলাকায় সড়কে উঠতে গেলে ময়মনসিংহগামী শ্যামল ছায়া পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জুয়েল মিয়া নামে এক যাত্রীর মৃত্যু হয় এবং গুরুতর আহত হন অটোরিকশার চালকসহ তিনজন। দুর্ঘটনার পর পরই বাসের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়ার পথে অটোরিকশার চালক কাইয়ুম মিয়া মারা যান। বাকি আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
ভৈরব হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রোকনুজ্জামান সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়াও দুর্ঘটনাকবলিত বাসটিকে জব্দ করা হয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।