কালীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে দিনব্যাপী ক্লিনিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

“নিজ নিজ পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, ডেঙ্গুমুক্ত থাকুন” স্লোগানে গাজীপুরের কালীগঞ্জ পৌর এলাকায় ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে দিনব্যাপী ক্লিনিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং ব্র্যাকের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

এ সময় পরিচ্ছন্নতা কর্মসূচির পাশাপাশি বিষয়টি নিয়ে সচেতনতামূলক মাইকিং করে প্রচার করা হয়।

ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য ছিল- ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং মশার প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলা।

দিনব্যাপী এ কার্যক্রমে অংশ নেন বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের সদস্যরা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্র্যাক জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প কালীগঞ্জ উপজেলা শাখার প্রোগ্রাম অফিসার মো. আল-আমিন সাজু, কালীগঞ্জ কল্যাণ সংস্থার সহ-সাধারণ সম্পাদক রফিক সরকার, সদস্য আখতারুজ্জামান, মীর মোশাররফ হোসেন, রাসেল মিয়া প্রমুখ।

তারা জানান, মশাবাহিত রোগ প্রতিরোধে শুধু পরিষ্কার-পরিচ্ছন্নতা নয়, এর সঙ্গে প্রয়োজন নিয়মিত সামাজিক সচেতনতা এবং সক্রিয় নাগরিক অংশগ্রহণ। জনসাধারণকে নিজের আশপাশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান অংশগ্রহণকারীরা।

0Shares