আলীকদমে পর্যটন শিল্পের উন্নয়ন বিষয়ক সমন্বয় সভা

বান্দরবানের আলীকদমে “আলীকদম ও লামা উপজেলায় পর্যটকদের প্রতিকূল আবহাওয়ায় নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা” অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৫ জুন) সকালে বান্দরবান রিজিয়নের আলীকদম জোনের আওতাধীন জোন ক্যান্টিন সংলগ্ন হলরুমে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন আলীকদম জোনের ভারপ্রাপ্ত জোন উপ-অধিনায়ক মেজর মোঃ হাফিজুর রহমান, পিএসসি।

সভায় সভাপতি আলীকদম জোনের আওতাধীন পর্যটন এলাকার দেশীয় ও স্থানীয় গুরুত্ব উপস্থাপন করে বলেন, আলীকদম ও লামা উপজেলা পর্যটন শিল্প দেশের উন্নতি যেভাবে অবদান রাখছে তা একই ভাবে স্থানীয় সাধারণ জনমানুষের জীবিকা নির্বাহের ভূমিকা পালন করছে। সুতরাং আলীকদম ও লামার পর্যটন শিল্পকে সংরক্ষণ ও এর নিরাপত্তা রক্ষা করা স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং একইভাবে পর্যটন কেন্দ্রিক বিভিন্ন সংগঠন যেমন- হোটেল ও রিসোর্ট মালিক সমিতি, টুরিস্ট গাইড সমিতি ও বিভিন্ন যানবাহন মালিক সমিতি সকলের সমান দায়িত্ব।

তিনি বলেন, বর্তমান প্রতিকূল আবহাওয়ায় পাহাড়ি ঢলের কারণে নদী ও ঝিড়ির পানির স্রোত বৃদ্ধি পাওয়ায় দূর্গম পর্যটন এলাকা গুলোর ঝুঁকি বৃদ্ধি পেয়েছে। এ বিষয়ে তিনি সকল টুরিস্ট গাইডসহ অন্যান্য সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে দায়িত্ব সহকারে পর্যটকদের চলাফেরার পরামর্শ প্রদান করার জন্য অনুরোধ জানান। পর্যটকদের নিরাপদে ভ্রমণ নিশ্চিত করতে আলীকদম সেনা জোন সর্বদা নিরলসভাবে অবদান রেখেছে এবং ভবিষ্যতেও এ প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি সকলকে আশাবাদ ব্যক্ত করেন।

তিনি গুরুত্বসহকারে উল্লেখ করেন, পর্যটন এলাকাগুলোতে পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীদের কার্যকলাপ, অবৈধ মাদক ও নারীর ব্যবহার থেকে সকলকে সতর্ক থাকতে হবে এবং পর্যটন শিল্পকে দেশের স্বার্থে আরও উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।

সমন্বয় সভায় আলীকদম ও লামা উপজেলার পর্যটক কেন্দ্রিক বিভিন্ন পর্যায়ের কমিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

0Shares