আগামী নির্বাচন বিএনপির জন্য অগ্নিপরীক্ষা: দেলোয়ার হোসেন খোকন

যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার দেলোয়ার হোসেন খোকন বলেছেন, আগামী নির্বাচন হবে বিএনপির জন্য এক অগ্নিপরীক্ষা। নির্বাচনে জনগণ হয়তো আমাদের সংখ্যাগরিষ্ঠতা দিতে পারে, কিন্তু আওয়ামী লীগ যা করেছে, বিএনপি কর্মীরাও তাই করবে-এমন ধারণা ভুল। আওয়ামী লীগ ১৫ বছর ক্ষমতায় থেকেছে, আমরা হয়তো ১৫ দিনও টিকতে পারব না।

শনিবার (০৯ আগস্ট ) বিকাল সাড়ে ৩ টায় বিয়ে বাড়ি প্রাঙ্গণে বেনাপোল পৌর বিএনপির আয়োজনে ফ্যাসিবাদ মুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব‌্যে তিনি এ কথা বলেন।

পৌর বিএনপির সভাপতি মোঃ নাজিম উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু তাহের ভারতের সঞ্চালনায় এই কর্মী সমাবেশে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন।

এ ছাড়াও উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সহ-সভাপতি এ কে এম আতিকুজ্জামান সনি, মাসুদুর রহমান মিলন, মোঃ শাহাবুদ্দিন, সহ সভাপতি নাসিমুল গনি বল্টু, বেনাপোল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মেহের উল্লাহ, যুগ্ন সাধারন সম্পাদক আমিরুল ইসলাম বাবু, যুগ্ন সাধারন সম্পাদক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, সাংগঠনিক সম্পাদক আতারুজ্জামান আক্তার, অর্থ সম্পাদক আব্দুস সামাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল মুন্নাফ, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৮৯১ এর সভাপতি মাকসুদুর রহমান রিন্টু ও ৯২৫ এর ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান তবি।

আরও উপস্থিত ছিলেন, বেনাপোল পৌর যুবদলের সদস্য সচিব রায়হানুজ্জামান দীপু, সবেক কমিশনার জোসনা বেগম, হেনা খাতুন, বেনাপোল পৌর ছাত্রদলের আহবায়ক আরিফুল আরিফ, সদস্য সচিব ইশতিয়াক আহমেদ শাওন সহ বেনাপোল পৌরসভার ৯ টি ওয়ার্ডের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

খন্দকার দেলোয়ার হোসেন খোকন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ একটি সুন্দর দেশে পরিণত হবে আগামী দিনে। ৩১ দফা বাস্তবায়নে শহর থেকে গ্রাম পর্যায়ে আমরা কাজ করছি। যাতে মানুষ আগামী দিনে বিএনপিকে ভোট দিয়ে দেশ সেবার সুযোগ করে দেয়। গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং দেশের ভবিষ্যৎ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ। বিএনপিকে ক্ষমতায় আনতে সকল ভেদাভেদ ভুলে একসাথে কাজ করতে হবে।

0Shares