দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম নাটক, সিনেমা কিংবা ওয়েব সিরিজ সবখানেই দেখিয়েছেন মুন্সিয়ানা। অভিনয় গুণে জয় করেছেন দর্শক হৃদয়। আর গড়ে তুলেছেন বিশাল ভক্তকুল। এবার এই অভিনেতা জানালেন, যদি অভিনয় ছাড়েন তবে কোন পেশায় যুক্ত করবেন নিজেকে।
সম্প্রতি একটি গণমাধ্যমে সাক্ষাৎকারে মোশাররফ করিম জানান, যদি কোনো একদিন অভিনয় থেকে বিদায় নেন, তাহলে হয়তো সাংবাদিকতার পথেই হাঁটবেন। কারণ, এই পেশাটির সৃজনশীলতা এবং মানবিক দিক তাকে গভীরভাবে আকৃষ্ট করে।
মোশাররফ করিমের ভাষায়, ‘মাঝেমধ্যে মনে হয় অভিনয়টা ছেড়ে দিই। আবার কয়েকদিনের মধ্যেই মনে হয়, না… এটা ছাড়া পারব না। আমি দেখছি ১০-১২ দিনের বেশি অভিনয় ছাড়া থাকতে পারি না। তবুও যদি কখনো ছেড়েই দিই, সাংবাদিকতা করব- এই ইচ্ছেটা অনেক দিনের।’
অভিনেতা মনে করেন, সাংবাদিকতার বড় শক্তি হলো মানুষের গভীরে প্রবেশ করে সত্য, অনুভব আর অভিজ্ঞতা তুলে আনা। তিনি বলেন, ‘আমার চাকরি করতে হবে, এটা ভাবতেই পারি না। আমার আবার অন্য ক্রিয়েটিভ কাজ যেমন লেখালেখি করতে ইচ্ছা করে। সাংবাদিকতা করতেও ইচ্ছা করে।’
শোবিজের গুণী শিল্পীদের সাক্ষাৎকার নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন মোশাররফ করিম। তিনি বলেন, ‘আমি তারিক ভাইয়ের (তারিক আনাম খান) ইন্টারভিউ নিতে চাই। হায়াত ভাইয়ের (আবুল হায়াত) দীর্ঘ আলাপ করতে চাই। এ ইচ্ছাগুলো বহুদিনের।’
মোশাররফ করিম আরও বলেন, ‘সাংবাদিকতা আমার কাছে নিছক পেশা নয়, বরং একধরনের সৃজনশীল অন্বেষণ। এই পেশার সবচেয়ে বড় শক্তি হলো- একজন মানুষকে তার গভীর থেকে তুলে আনা, তার ভাবনা ও অনুভবকে ছুঁয়ে যাওয়া। এই কাজের মধ্যে যে গভীরতা, সেটাই আমাকে টানে। তাই অভিনয় ছেড়ে দিলে সাংবাদিকতা করতে পারি। কারণ এই পেশার প্রতি আমার অগাধ শ্রদ্ধা।’