
কক্সবাজারের মহেশখালীতে অস্ত্রসহ মো. জাহাঙ্গীর প্রকাশ বাহাদুর (৪৮) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (০৬ জুলাই) ভোররাত সাড়ে ৪ টার দিকে উপজেলার হোয়ানক ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কালাগাজী পাড়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
মো. জাহাঙ্গীর প্রকাশ বাহাদুর উপজেলার হোয়ানক ইউনিয়নের হরিয়ার ছড়ার মৃত নুরুল আমিনের ছেলে।
পুলিশ জানায়, হোয়ানক ইউনিয়নের কালাগাজির পাড়া বাজারে আনোয়ার মেম্বারের অফিসের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে একটি দেশীয় একনলা বন্দুকসহ জাহাঙ্গীর আলম প্রকাশ বাহাদুরকে গ্রেফতার করা হয়েছে।
মহেশখালী থানার ওসি (অফিসার ইনচার্জ) মঞ্জুরুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, মহেশখালীতে নিয়মিত অভিযান পরিচালনা করছি। তারই অংশ হিসেবে হোয়ানক থেকে শীর্ষ সন্ত্রাসী মো. জাহাঙ্গীর প্রকাশ বাহাদুরকে গ্রেফতার করা হয়।
0Shares