খাগড়াছড়িতে ট্রেইনি কনস্টেবল এর প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ

খাগড়াছড়িতে এপিবিএন এবং বিশেষায়িত ট্রেনিং সেন্টারে বাংলাদেশ পুলিশ একাডেমিতে ১১তম ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২ জুন) সকালে খাগড়াছড়ি এপিবিএন এবং বিশেষায়িত ট্রেনিং সেন্টারে প্যারেড গ্রাউন্ডে এই কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ টেলিকম অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল এ কে এম আওয়ালআওয়ালা আওলাদ হোসেন।

এ সময় তিনি নবীন পুলিশ সদস্যদের উদ্দেশ্য বলেন, দেশ সেবায় নিষ্ঠার সাথে কাজ করতে হবে। কোন প্রকার অন্যায়কে প্রশ্রয় না দিয়ে বৈষম্যহীনভাবে জনগণের পাশে থেকে কাজ করার জন্য  বলেন।

পরে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী টিআরসিদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। সমাপনী কুচকাওয়াজে ১৭০ জন টিআরসি অংশ নেন।

0Shares